কবিতা – প্রাণের বাঁধন

লাবিব মাহফুজ

প্রাণের এ বাধন, পারবিকি এড়াতে
পারবিকি কখনো, অবহেলে মোরে ভূলে যেতে?
তোর প্রতিটি ভঙ্গিমায়, প্রতিটি শ্বাস-প্রশ্বাসের
নিরব দান। আমার হৃদয়ের অনুভবে বাধা সর্বক্ষণ!
নিরিবিলি স্বপ্ন এ অন্তহীন প্রেমের, কেমন করে
ছাড়িবি আমায়, আমিতো ধরেছি তোরে!

আমার সর্বঅঙ্গে অঙ্গ যে তোর
নিরব, স্বতঃস্ফুর্ত উচ্ছাস, তব প্রেমের, সম ঝর্ণাধারার।
অবিরাম কলতান, জড়িয়ে এ হৃদয়ে গড়েছি যে বাধন
কভূ অকারণ! করিবি মোরে প্রত্যাখান?
অবহেলে সে ভয় ফেলেছি দূরে, বাইরে আঙ্গিনায়
হৃদয়ের বন্ধন এ যে, কেমনে ভুলিবি আমায়?

কেমনে ত্যাজিবি মোরে?
যে প্রেমের বাধনে, বাধা সর্বক্ষনে, তুই জন্ম জন্মান্তরে।
দিবস নিশিথে প্রেম বিলাতে তুই আমারি হৃদয় পরে
আমিতো বাধিনি তোরে! তুই যে প্রেমময়
আপন প্রেমের দায়, বাধা পরেছিস, মোর হৃদয় মঞ্জরে।
কেমনে এড়াবি মোরে – নয়ন মাঝে মোর তুই সর্বময়।
অস্তিত্ব মোর আছে কি ভূবনে, সমাধি মোর তব প্রেম কাননে
দৃষ্টিপথে তুই মূর্ত সদা, জাগ্রত চিন্ময়!
আপন অস্তিত্ব বিলায়েছি তোরে, জাগ্রত তুই
সর্বধারে, আমার সর্বময়।

রচনাকাল – 02/07/2015

আপন খবর