অনুকাব্য – মনের মানুষ বাঁধা মনে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
হৃদয় হতে হৃদয়ে
অন্তর হতে অন্তরে
মরম হতে মরমে
প্রাণ হতে প্রাণান্তরে
অহর্নিশি মোর দৌড়াদৌড়ি
আমি তো এই করি!

2.
মাঝ রাতের তারার সাথে মিতালী আমার
আমিও জেগে থাকি, অপলক চোখে আঁকি
নিরবতার শূন্যতায়, শরণ তোমার
প্রতি রাত জেগে পোহাই বিরহ বাসর।

3.
মনের মানুষ বাঁধা মনে
অচ্যুত রূপ নিশিদিনে,
রয় অনন্ত হৃদাসনে
স্বরূপ গুরুর রূপ নিহার।
নিরিখ বেধে ত্রিনয়নে
চিত্তে জাগাও রূপ সুন্দর।

4.
শিরোপরে মোর বিরহ তিলক
জাগিতেছে নিশিদিন,
সে দূরাগত তরে তারই শঙ্খসুর
বাজিতেছে অন্তহীন।
তবু চাওয়া মোর মরমের
জীবন প্রভাত তব নব কলরবে
নূতন প্রেমে আসুক ভোর।

5.
অজানার সাথী হয়ে সুদূর পানে
মন চায় চলে যেতে, নিরল বনে।
নিরুদ্দেশে এ প্রাণের অনন্ত ব্যাথা
পোহাইতে অশ্রূনীড়ে, একা নিরজনে।

6.
বিদ্রোহী প্রাণ মোর প্রেম চাতুর্যে
বিবাদে অনন্ত উন্মাদ ধরায়,
মোর সকাতর নিবেদন, এথায় প্রতিক্ষনে
ফিরে ফিরে আসে ব্যাকুল উন্মত্ততায়।

7.
যারে ভাবি, যারে খুঁজি, যার লাগে কাঁদে প্রাণ
সদা যার বিরহ, জ্বালে মরমে, অশান্ত অনল দহন।
মোরে কাঁদায় অবিরত, ভাসায় নিয়ত, অশ্রুর আঁখিনীড়ে
তবু সে হারানো হিয়ার অতলে হারায়, ফাঁকি দিয়ে বারে বারে।

8.
জানি সে আসিবে ফিরে
দিয়াছি যারে পূর্ণ স্বাধীনতা, বাধিয়া হৃদয় ডোরে।
আকাশ যাহার অনন্ত অসীম, সেই আসিবে নীড়ে
জানি আমার এ ত্যাগ রাখিবে তাহারে, শুধুই আমার করে।

9.
এ বরষা নয় প্রিয় মোর ভালোবাসার গান
এ মোর কন্ঠ ছেড়া বিষ জ্বালাময় করুণ অভিমান।
এ ছন্দ সুরের দূরের তরে, নয়তো প্রেমের গীত
এ মোর হারা হিয়ার খুন চন্দনে মাখা তোমার চিত।

10.
যে অশনি অনল দহন আনেগো
হৃদয়ের প্রতি পলে,
জাগায়ে রাখে অতৃপ্ত আশা
মরমের প্রতি কূলে।
সে আশাহত প্রাণ সুদূর দুরাশায়
গুমরে মরে যে একা,
ত্যাজি সে ভয়, আসিও স্বরণে
যেথা রয় মিলনের বিধিলেখা।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর