লাবিব মাহফুজ
বাঁশি বাজে বৃন্দাবনে, বাজে যমুনা পুলিনে
শ্যাম বাঁশির সুরে মন হরে নেয়, বাঁচিনা পরাণে।
আশেকী হৃদয়ও যাহার, শুনতে পায় সে বাঁশিরও সুর
সকল ফেলে সে ছুটে যায়, যমুনারই পানে,
তার হৃদয় বনে বাজে বাঁশি, সদা সর্বক্ষণে।
শুনতে সে বাঁশীরও ধ্বনী, তারে ভালোবাসো দিনরজনী
তার মধূমাখা ও রূপখানি, রাখিও নয়নে,
তার চরণও শরণ নিও জিবনে মরণে।
সেতো মহা প্রেমময় ভাব দরিয়ায়, ডুবে তারে ধরো মনরায়
তবেই তোমার মন পিঞ্জরায় সে আসবে শুভক্ষণে,
লাবিব বলে পাইলে তারে রাখিও যতনে।
রচনাকাল – 21/09/2019