অনুকাব্য – হে মোর সুরসাকী

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
কালার প্রেম সাগরে ডুবো দেখি মন
সেই মনের দরে নাওগো কিনে, শ্যামের শ্রীচরণ।

2.
তোমারেই ভাবি সারা দিনমান
প্রতিক্ষন, শুধু তোমারে,
দেখে যাই প্রতি রূপে, সকলের মাঝে
তোমারই রূপ চোখে ফোটে বারেবারে।

3.
আপনার পানে ফিরে চাও মন
তব হৃদয়ের মানমন্দিরে,
চিরকালের গ্রন্থ সেথা করে বিরাজন
পাঠ করো তারে, দিব্যনজরে।

4.
যার মনের মানুষ মনে থাকে
বাহিরে সে কারে ডাকে,
সে আঁখি মুদি, নিরবধি, ভেতর পানে চায়
আপনত্বে শ্রীরূপ তাহার, আছে বিশ্বময়।

5.
হে মোর সুরসাকী
তব প্রেমও সুরে, উজল করিও
আমার উছল আঁখি।
আসিও আমার হৃদয় পাতে
হৃদি পেয়ালায় প্রণয় সাথে –
মোরে ভাসাইও তব প্রেম যমুনাতে
পরানে পরান রাখি
হে আমার সুর সাকি।

6.
আমি তোমাতেই আসি ফিরে, তোমাময় এ সংসারে
এ বিচিত্র ভূবনে সখা, মোরে রেখো করে প্রেমোমাখা
তোমাতে মগ্ন করে, তোমাময় সংসারে।

7.
এতো যে মধুর নাম
যদি গাও
এতো মায়াভরে –
এ সুরের নেশা
কি করে পাশরী
আমি যে যাবো মরে।

8.
দয়ালরে ডাকো আমার মন
দিয়া শুদ্ধভক্তি, অনুরাগ আরতি
হৃদয় মাঝে বসাও তাহার, রাঙা শ্রীচরণ
ভালোবাসো দিয়া তারে, তনু-মন-প্রাণ।

9.
একান্তে, হৃদি অনন্তে, সাধো তারে মন
শ্রীরূপে, রুপ-স্বরূপে, রহ নিত্য বৃন্দাবন।

10.
নিশার বশে যাইও না মন আর
প্রভাত জ্যোতি ভৈরবীতে ডাকছে অনিবার।
সকল আঁধার হেলায় ফেলে
আয় চলে মন নিত্যদলে
অনন্ত কালে স্বর্গসুধায় করতে জীবন পার।
রিপুর বশে যাইও না মন আর।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর