সংগীত – মনে কি পড়েনা প্রিয়া

লাবিব মাহফুজ

মনে কি পড়েনা প্রিয়া
কত জনমের কত অভিসার
যুগল মিলন, আঁখি চাওয়া!

ছিলাম দুজনা, নিযুত মহাকাল
একসাথে পাশাপাশি –
এ জীবনে তাইতো হেরিলে ও মুখ
মন বলে ভালোবাসি!
ওগো চিরচেনা, মনে কি পড়েনা
আর কতকাল রবে ভুলিয়া!

নিয়তি আমাদের দুজনার সনে
করিল গো একি ছলনা –
একই নীড়ের তবু, দু দিকে দুজন
শুধু যেনো লাগে চেনা, চেনা!
সুদূরিকা, আর যেওনা দূরে
আপন যে জন, তারে ছাড়িয়া!

রচনাকাল – 17/07/2021

আপন খবর