কবিতা – নয়ন স্রোত

লাবিব মাহফুজ

রুধিও না মোর আঁখির ধারা
মুছিও না প্রিয় আর –
আমার নয়ন স্রোতে সালতি বাহিয়া
আসিবে যে চিতচোর!

আমি বড় আশায় নদীর কূলে রহি!
কত ভাঙ্গন-বিপাক, তিক্ত জ্বালা সহি!

বহাই নিত্য নদী দূর্বিপাকে
চিত্ত বারিধার –
আমার নয়নতটে আসবে বলে –
প্রাণের প্রাণেশ্বর!

রচনাকাল – 31/07/2023

আপন খবর