লাবিব মাহফুজ
প্রাণোনিধি গো
রাধা সম মোরে চরণে রাখিও।
বৃন্দাবনের পথে পথে বাঁশরী বাজাইয়া
তুমি প্রেমাবেশে হৃদয় আমার নিও গো হরিয়া
আমায় মহাভাবে মাতাইয়া, আকূলও করিও।
আমি বৃন্দাবনে যমুনারও কূলে কূলে সখি
দুহাত তুলে কেঁদে কেঁদে ফিরিবো একাকী
আমার জলে ভরা দু আঁখিতে, রূপও সুধা দিও।
তোরে না পেলে গো প্রাণ ত্যাজিবো তমালেরি ডালে
তোর পথের ধুলায় অঙ্গ দিবো দয়াল দয়াল বলে
প্রাণেতে মোর প্রাণমূলে সদা, শ্রীনামও শুনাইও।
রচনাকাল – 17/10/2018