কবিতা – সত্ত্বার আহ্বান

লাবিব মাহফুজ

কবে আসবে সেদিন –
যেদিন তোমার মুখমন্ডলের জ্যোতির বিচ্ছুরণে
চ্ছিন্ন হবে আমার সত্ত্বার শীর্ণ আবরণ!
কবে আসবে সেদিন –
যেদিন তোমার বদন-বিমিশ্রিত অপূর্ব ঐশী আলোয়
কেটে যাবে আমার অস্তিত্বের আধার !
আমার মন-মগজের আদিগন্ত জুড়ে
ভাস্বর হবে তোমার মোহনীয় রূপ-মহিমা !
কবে আসবে সেদিন?

জন্মাবধি যতনে পুষে রাখা আধার আমার
হৃদয়ের ক্ষত জুড়ে আধিপত্য করা আধার আমার!

কবে আসবে সে মাহেন্দ্রক্ষণ –
তোমার চরণ বিধৌত কাওসার – আব হায়াতের
অমৃত পরশে – আলোকিত উচ্চকিত হবে প্রাণ।
আমার হৃদয় চির নমিত-বিনত সমর্পনে
ডুবে যাবে তোমার অনন্ত আলোর স্রোতে।

আপন খবর