আপন ফাউন্ডেশন

সংগীত – ব্রহ্মান্ডে গুরু মুরতী

Date:

লাবিব মাহফুজ

ব্রমান্ডে গুরু মুরতী, জগৎ আলো করে রয়
চিনে শুনে গুরু পানে, চলোরে মন ত্বরায়।

ব্রহ্মান্ড ব্যাপী পুরুষ আকার
হৃদয়মূলে করেন বিহার
রাগের আশ্রয়ে বসত যার
সে ভক্তি রসে বাঁধা রয়।

পাপাহত জীবের তরে
পরম ভক্তি সাধিবারে
ভাসায়ে প্রাণ ভাব জোয়ারে
গুরু সুক্ষরূপে রয় আত্মায়।

চৈতন্যরূপ গুরু আমার
করো বর্ত্য মর্ত্য মাঝার
লাবিব বলে গুরু আকার
স্বাকার ভক্তের চেতনায়।

রচনাকাল – 19/09/2018

সাবস্ক্রাইব করুন

More Posts