সংকলন – লাবিব মাহফুজ চিশতী
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম
• সুরা ফাতেহা
• মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসুলাল্লাহি ওয়া খাতামান্নাবিয়্যিন। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইয়্যিন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান্নাবিয়্যি। ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু, সাল্লে আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা –
আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মাদ
- মান্না গাঞ্জাম দর জমিনে আছেমা, লেকে গাঞ্জাম দর কলবে মু’মিনা
- এক জামানা ছোহবতে বা আউলিয়া, বেহতর আজ ছদ ছালে তায়াত বেরিয়া
- এশকে মাহবুব বে খোদা জেস দেল মে হাছেল নেহি, লাখো মমিন হো মাগারমে ঈমানমে কামেল নেহি
- উড়িয়া যায়রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন, লেগেছে মোর কলিজায়
- আল্লার নূরে নবী পয়দা, নবীর নূরে এ জগত, সে নবীরও উম্মত আমরা, ভয় কি হাশর পুলসিরাত
• জালুয়াগার হো ইয়া ইমামাল মুরছালিন, জালুয়াগার হো রাহমাতাল্লিল আলামিন
জালুয়াগার হো আম্বিয়াকে মোক্তাদা, জালুয়াগার হো আউলিয়াকে পেশোয়া
জালুয়াগার হো আয় মেরে নূরে নজর, জালুয়াগার হো সাইয়্যেদে খাইরিল বাশার
জালুয়াগার হো গমজাদুকে দস্তগীর, জালুয়াগার হো হাদীয়ে রওশন জামীর
হাসবি রাব্বি জাল্লাল্লা, মাফি কালবি গাইরুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লালা, লা ইলাহা ইল্লাল্লাহ
- যত যত নাম ধরি, যত যার তারিফ করি, সেই আল্লাহ জাত বারি – লা ইলাহা ইল্লাল্লাহ
- কসা মাজা কালি করা, হরণে পূরণে পুরা, ঠিকেতে পড়িল ধরা – লা ইলাহা ইল্লাল্লাহ
- আকাশ পাতাল কি গগন, রবি শশী তারা গণ, জপিতেছে ত্রিভূবন – লা ইলাহা ইল্লাল্লাহ
- শসজেহেত লা মাকান, তারি নাম তারি স্থান, সে জনা সবারি জান – লা ইলাহা ইল্লাল্লাহ
- কাবাকি মন্দির ঘরে, পূজে সবে তারি তরে, সেই ঘেরা সর্বস্তরে – লা ইলাহা ইল্লাল্লাহ
• এজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন, এজহার ইয়া সাইয়্যিদুল আলামিন
এজহার ইয়া খাতামুন্নাবিয়্যিন, এজহার ইয়া রাহমাতাল্লিল আলামিন
এজহার ইয়া নাবিয়িল্লাহ, এজহার ইয়া রাসুলাল্লাহ
এজহার ইয়া খালকে খালকিল্লাহ, এজহার ইয়া বিসমিল্লাহ
এজহার ইয়া নুরিম মিন নুরীল্লাহ, এজহার ইয়া মোহাম্মদ বিন আব্দুল্লাহ
সাল্লাল্লা আলা মুহাম্মাদ, সাল্লাল্লা আলা হে সাল্লাম
সাল্লাল্লা আলা মুহাম্মাদ, সাল্লাল্লা আলা হে সাল্লাম
- আছবুহু বাদা মিন তালাআতিহী, ওল্লাইলু দুজা জামিও অফরাতিহী
- কানজুল কারামী মাওলান নিয়ামি, হাদিউল উমামী লি শারিয়াতিহি
- নালাশ শারাফা আল্লা হুআফা, আম্মা ছালাফা মিন উম্মাতিহি
- ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যুদুনা, ফাল ইজ্জোলানা লি ইজাবাতিহি
- শাআতিশ শাজারু, নাতাকাল হাজারু, শাক্কাল কামারু বি ইশারাতিহী
• মোহাম্মদ কি আমদ ছেরাজাম মুনিরা। বা মোমেন অ কাফের বাশিরান নাজিরা। মোহাম্মদ মোহাম্মদ আয় বেরাদার, কে জেকরাশ খোদাঅন্দ জেকরাশ কাছীরা। আজো মোমেনারা দেহাদ দর কেয়ামত, খোদাঅন্দে জান্নাত অমুলকান কাবিরা।
• বারহই তারিখ রবিউল আওয়াল পীরকে দিন ছোবহে ছাদেক ছরোয়ারে কাওনাইন সুলতানে দারাইন আহাম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা মৌলুদ দিলকা তাজিম উঠনে করুর হ্যায়
ইয়ানবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা, সালামু তুল্লাহ আলাইকা।
- তুমি যে নূরেরও নবী, নিখিলের ধ্যানের ও ছবি, তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবিত সবি
- চাঁদ সুরুজ আকাশে আসে, সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নব রবি, মানবের ধ্যানের আকাশে
- তোমারি নূরের আলোকে, জাগরণ এলো ভূলোকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে
- আরবের মরু প্রান্তরে, পাঠালেন প্রভু তোমারে, আব্দুল্লার জীর্ণ কুটিরে, আমেনা মায়ের উদরে
- নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেস্তা খোদার, হয়েছি উম্মতও তোমার, তার তরে শুকুর হাজার বার
• বালাগাল উলা বি কামালিহি, কাসাফাদ্দোজা বি জামালিহি, হাসনাত জামিও ওয়া খেসালিহি, ছাল্লু আলাইহি ওয়া আলিহি
সাল্লিমু ইয়া ক্বাওমু বাল, সাল্লে আলা ছাদরিল আমিন, মোস্তফা মা জা ইল্লাকা, রাহমাতাল্লিল আলামিন
মোনাজাত
- রাব্বানা জালামনা আনফুসানা অইল্লাম তাগ ফিরলানা অতার হামনালানা কুনান্না মিনাল খাসিরিন
- রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার
- রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা
- মোনাজাতের অভ্যন্তর অংশ – এখানে
- সুবাহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতে অম্মায়েছেফুন, ওয়া ছালামুন মুরছালিন। আলহামদুলিল্লাহে রাব্বেল আলামিন। কলেমা তাইয়েবা – লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ।
• ফাতেহা পাঠ ১ম নিয়ম – সুরা ফাতেহা ১ বার। চার কুল ১ বার করে। আয়াতুল কুরসী ১ বার। দরুদ শরীফ ১১ বার।
• ফাতেহা পাঠ ২য় নিয়ম – সুরা ফাতেহা ১ বার। সুরা ইখলাস ৩ বার। দরুদ শরীফ ১১ বার।
প্রয়োজনীয় কিছু আয়াত মোবারক
• আমি আমার নিদর্শন মানুষের শরীরে প্রকাশ করি। হামীম সেজদা ৫৩ আয়াত
• আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। ইউনুস ৬১ আয়াত
• আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও নিকটে। কাফ ১৬ আয়াত
• তুমি যেখানে, আল্লাহ সেখানেই। হাদিদ ৪ আয়াত
• যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহর চেহারা। বাকারা ১১৫ আয়াত
• আল্লাহ অদৃশ্য নয়। আরাফ ৭ আয়াত।
• আল্লাহ যাকে পথহারার করবেন, সে মুর্শিদ খুঁজে পাবে না। কাহাফ ১৭ আয়াত
• মুক্তি সেই পাবে, যার অন্তর পবিত্র। শুরা ৮৯ আয়াত
• রাসুল (সা) পাক পাঞ্জাতনের প্রতি আমাদের প্রাণাধিক ভালোবাসা ব্যতিত কিছু চাননা। শুরা ২৩ আয়াত
• যারা বায়াত গ্রহন করে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ফাত্তাহ ১৮ আয়াত
সৌজন্যে – লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক: আপন খবর পত্রিকা
চেয়ারম্যান: আপন ফাউন্ডেশন।
