লেখক – লাবিব মাহফুজ চিশতী
বিভিন্ন সময়ে লেখা ০৫ টি অত্যন্ত প্রিয় গানের লিরিক্স একত্রে প্রকাশ করা হলো।
১. আজি এ কোন প্রেমের ইন্দ্রবারি
আজি এ কোন প্রেমের ইন্দ্রবারি
মাতায় হিয়া সিন্ধুপানে –
দ্রাক্ষা-রসে ডুবায় তনু -চ্ছিন্নবীণা
বাজলো হঠাৎ মোর গগণে!
আমার আকাশ জোড়া আঁধিয়ারা
মারলো কে গো রূপের বাণ –
আমার অন্ধ-আঁখি, অলখ রাঁখি
জুড়লো অঙ্গে বেহাগ তান!
আজি সাজাই হিয়া, বাসর-সিয়া
পঞ্চভূতের অবগুন্ঠনে!
আমি হিয়ার রেখে রূপ সরোবর
কোন ঘাটে আর নোঙর করি,
আমি প্রাণে বেঁধে প্রাণ-প্রতিমায়
কোন দেউলে খুঁজে ফিরি?
আজি মোর সাধের স্বরূপ -আচম্বিতে
ঝড়ায় পুষ্পধারা মোর কাননে!
২. তুমি থাকো ঐ সিন্ধুপাড়ে
তুমি থাকো ঐ সিন্ধুপাড়ে
সুদূর নীলিমায় –
আমার আকাশ খেঁয়া পৌঁছবে কি
তোমার আঙ্গিনায়?
আমি মেঘের ভেলায় বল্গাহারা
সুর বাঁধিয়া দিলেম,
তুমি সেধে নিও কন্ঠে তোমার
মুশায়রার প্রেম!
রেখো বেঁধে আমার ছন্দগুলো
সেঁজুতি আয়নায়।
সাজায়ে ঝালর-শাখি, আঁখিজলে
জল-সরসী প্রিয় –
আমার কাব্য-পূজার কনক-দেউল
উজল করে নিও।
নিও বন্ধু আমার- চিত্তদাহে
বাণী পূজাময়!
৩. এতো যে তৃষ্ণা আমার
এতো যে তৃষ্ণা আমার
তবু ওগো সুদূরিকা!
দিগন্ত ওপারে তুমি লুকায়ে!
এতোযে চাহি আমি চির চাওয়া মোর
এতো যে ডাকি আমি না আসা সুদূর!
তবু মেঘ মানিনী! চির হৃদচারিনী
কেনো শুধুই রাখো নিজেরে – সরায়ে!
মেঘের ভেলায় ভেসে তৃষ্ণাতুরা
আকূল প্রাণেতে ধ্যানে, সঙ্গীহারা!
দিবানিশি ভোর! ডাকি চিতচোর
রেখোনা আপনা আর, দূরে হারায়ে!
৪. এ বেদনা কি করে সহি
এ বেদনা কি করে সহি অভিমানী!
রাখিগো যতনে যারে আঁখিরও কাজলে
ভেসে যায় কেনো সে, অশ্রু সলিলে!
কেনো বাজাও নয়ন-বীণায়, বিরহ রাগীনি।
পরান তো নিতি হায়, কেঁদে চলে
প্রণয়-তৃষিত হিয়া, প্রিয় প্রিয় বলে!
কাঁপে বুক, দুরু দুরু, ভয়ে বেদনায়
ফিরে আসা, ভালোবাসা, ফের যে হারায়
আমি শতবার ফিরাবো তারে –
জড়ায়ে চরণও খানি!
৫. অনন্ত কালও প্রিয়
অনন্ত কালও প্রিয় ফুরায়ে যাবে
আসিবে অলোকানন্দা, মরুতে আসিবে!
পারিজাত মন্দার সারি বেঁধে দাঁড়ায়ে
অকুল নিখিলে আসে, হৃদয়ে হারায়ে!
গোবি সাহারাতে’ও আসিবে সলিল
ব্যাথার মহাকাল, ফুরাবে ফুরাবে!
হানিয়া অশ্রুবান – হৃদয়ও কামনায়
ভালোবাসা নিরবধী, কাঁদে হায় যাতনায়!
অনঙ্গে রাখি গো তারে, বাঁধিয়া হৃদি মাঝে
তবু কেনো মহাকাল, লুকায় বিরহ সাঝে –
জানি একদিন, সময়ের সীমানায়
সেতান হৃদয়ে মম, বাজিবে বাজিবে!
ধন্যবাদ।