লাবিব মাহফুজ
ভালো যখন বাসবে না কেউ
নয়ন পানে চেয়ে,
ও মুখ চেয়ে হাসবে না কেউ
দেখবেনা লুকিয়ে!
পথে ঘাটে বন বাদাড়ে
হয়ত কভূ একলা ঘরে
বিজন কালো অন্ধকারে, হঠাৎ মনে পড়বে –
ছিলাম আমি! ঐ যে! বেনামী!
হয়ত মনে পড়বে।
রাখত সদা বুকেতে তোর বাহু দুটি বেঁধে
ভালোবাসি, ভালোবাসি, বলতো কেঁদে কেঁদে।
সেদিন কি তোর নয়ন কোনে আসবে খানিক জল?
বেদনাতে পাষান পরাণ, করবে কি ছলছল?
রচনাকাল – 11/04/2016