আপন ফাউন্ডেশন

১৪ – বনি ছাকিফা

Date:

Share post:

লেখক – এস এম বাহরায়েন হক ওয়ায়েসী

কি লিখি মনের ভাবনায়
যাহা আসে ভাষা-লয়ে
কাগজ কালির আঁকায়;
করি তাহা উপস্থাপন –
আত্মা হতে আত্মার বর্ণন
যদি মানুষ হয়ে উঠি, মানবতার ভাবনায়!

রইবো সবে সুখে, কলরবে
বাঁচবো এক সাথে
অনুভব করবো, আপন আপন আয়নায়।
এইনা ধরাধামে, শৃঙ্খল সুনামে
পাপ পঙ্কিল হতে
শুধরাবো গুণীজনের সাধনায়।

প্রকাশিল রহিম রহমান
রহমত মুহাম্মদ (সাঃ) ধাবমান
উম্মত কোরবা শ্রেষ্ঠ
মুক্তি আহলে বাইয়াতের ভালোবাসায়।
করবেন নাজাত রাসুল (সাঃ)
কলিজার টুকরা অছুল
তবু জালেমান, ডুবালো ইমামের রক্তে কারবালা!

ইয়া উম্মাতি উচ্চারণ
ওহি ঘোষণার কারণ, আলায়ছা ফি মুসলিমিন ধারণ
মোনাফেক ঘটালো রাজত্ব, বনি ছাকিফায়।
ঝরে কত অশ্রু, আশেকগণ অতি সহিষ্ণু
গোপন ধ্যানে খুুঁজে ফিরি, সু-স্বভাব সাধনায়।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles