বাতায়ন – আমার খোঁজে আমি

সালমা আক্তার

রেখেছেন আপন খোঁজে
দেখেছি জগত জুড়িয়া।

তৃপ্তিময় জীবন দিয়া
নিয়েছেন আপন করিয়া।

ভুলিবো কেমন করে, রয়েছেন হৃদয়ের পিঞ্জরে
শ্বাস প্রশ্বাস আমি রয়েছো পিঞ্জরে তুমি!

আমার আর তোমার নাই ভেদাভেদ
আমাকে ভুলিয়া হয়ে যায় আমি!

কোথায় ছিলাম এসেছি হেথায়
যাবো কোথায় ভেবে দেখেছি কখনো কি তাই!

জীবন যৌবন ফুরিয়ে যায়
তবুও খোঁজ করনা আপন জন কে বা কারা হয়?

লাজ-লজ্জার ভয়ে লুকিয়ে আছেন মুমিনের অন্তরে
নাকি ভালোবাসে রয়েছেন হৃদয়ের গভীরে?

আজ আমি আমার খোঁজে রয়েছি তোমার অন্তরে
ভেবে দেখেছো কি কখনো নিজেকে?

আপন খবর