আপন ফাউন্ডেশন

১৪ – রূপের মাঝে নিরুপ সেজে

Date:

Share post:

মোফাজ্জল হোসাইন চিশতী

রূপের মাঝে নিরূপ সেজে, খেলছে খেলা রাব্বানা
বহুর মধ্যে একের প্রকাশ, ভেদ জানে তার কয়জনা।

কুনেতে সাঁই ওয়াহেদ ছিল
ফায়াকুনে আহাদ হলো
পঞ্চ জাতে রূপ ধরিল
স্বরূপে রূপ নিশানা।

ভবে অনন্ত রূপের মেলা
ভাঙ্গা গড়ার লীলা খেলা
লা ছানী লা বারিতালা
নাইকো তাহার তুলনা।

সাতে পাঁচে বারো মিলে
খেলছে খেলা সুকৌশলে
উদয় বিলয় উরুজ নজুলে
কুদরতুল্লাহর বাহানা।

হযতর রশীদ শাহ কয় মোফাজ্জলরে
থাকো গুরুর রূপ নিহারে
জাগিবে স্বরূপ অন্তরে
আমিত্ব হলে ফানা।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles