মোফাজ্জল হোসাইন চিশতী
রূপের মাঝে নিরূপ সেজে, খেলছে খেলা রাব্বানা
বহুর মধ্যে একের প্রকাশ, ভেদ জানে তার কয়জনা।।
কুনেতে সাঁই ওয়াহেদ ছিল
ফায়াকুনে আহাদ হলো
পঞ্চ জাতে রূপ ধরিল
স্বরূপে রূপ নিশানা।।
ভবে অনন্ত রূপের মেলা
ভাঙ্গা গড়ার লীলা খেলা
লা ছানী লা বারিতালা
নাইকো তাহার তুলনা।।
সাতে পাঁচে বারো মিলে
খেলছে খেলা সুকৌশলে
উদয় বিলয় উরুজ নজুলে
কুদরতুল্লাহর বাহানা।।
হযতর রশীদ শাহ কয় মোফাজ্জলরে
থাকো গুরুর রূপ নিহারে
জাগিবে স্বরূপ অন্তরে
আমিত্ব হলে ফানা।।
নূর আলম খান
জানো কলেমার খবর
যেজন দিব্যদৃষ্টি লাভ করিলো ধরে মনচোর
সে ইনছানুল কামেল, আরেফে দাখেল
পরিশুদ্ধ তাহারই দেল, ছুরত দেখে কলেমার।।
মৌখিক কলেমায় না হইবে কলেমা পড়া
ওরুজ নজুল ফানা বাকা জানগে ভেদ মাজেরা
ঐ কলেমার রূপে, ছবি হৃদয়ে এঁকে
মজুদ রাখো আপন চিত্তে, পরপারে পাবি উদ্ধার।।
না জানিয়া পাঠ করিলে শিরক কয় সাধুগণে
গুরুকে সাবেত করো, দেখাইবে প্রেম দর্পণে
আল্লাহ রাসুল কলেমা, তিনেরই এক ঠিকানা
শুধু মৌখিক যার ভাবনা, তার হবে না দীদার।।
আজরাইলকে হুকুম করে গড়িতে সোনার আদম
কলেমার সুরতে অজুদ, প্রকাশিতে তার হুকুম
ইহা নয় মুখস্থ বিষয়, হৃদে আত্মস্থ করতে হয়
জানিতে রবের পরিচয়, মতি স্থির করো এবার।।
নয় বতুনে কলেমা নাজেল জানগে গুরু ধরে
মূল তত্ত্বে জ্ঞান না হলে, কাফের বলে তারে।
লা ইলাহা উবুদিয়াত মোকাম, ইল্লাল্লাহু উলুহিয়াত ধাম
নূর আলম বলে দয়াল, কলেমা ছাবেত হলোনা আমার।।
মোবারক হোসাইন ওয়ায়েসী
আমি পাপী অপরাধী দয়াল
ক্ষমা করো নিজগুণে –
ঠাঁই দিও তোমার চরণে।।
তোমার নামের গুণে বেঁচে আছি
এইনা ভব মাঝারে
নাম বিনা মোর নাই আর সম্বল
নাই গতি ভব পাড়ে।
তুমি রহিম রহমান, ত্বরাও মোর নিদান
তোমার নাম যেনো ভুলিনে, জিবনে।।
আস সালাম আল মুমিন তুমি
হাইয়্যুল কাইয়্যুম নিরঞ্জন
তব কুদ্রত শান জগৎ ব্যাপী
তুমি ভক্তের ভগবান।
তুমি আল বারী দয়াল, আমি অবলা নারী
কৃপা করে দিও চরণ তরী, কঠিনও নিদানে।।
ডাকি তোমায় দিবানিশি দয়াল
আমার এ পাপী দেহ করো পার
তুমি বিনে নাই অন্য আশা
যে আমায় করবে উদ্ধার।
ঘাটের মাঝি হইয়া তুমি, পার করিও জগৎস্বামী
অধম মোবারককে উদ্ধারিও, তব কৃপা গুণে।।
