আপন ফাউন্ডেশন

কবিতা – অসমতা

Date:

Share post:

লাবিব মাহফুজ

বড়ো ব্যাথিত লজ্জিত আমি
হেরিয়ে কপট বাস্তবতা,
অনাকাঙ্খিত সব বাধ্যতামূলক আজ
মনে জাগে আলো বাতাসে নরক স্পর্শতা।

ন্যায় অন্যায় আজ অবোধ্য মম প্রাণে
নিশিতের মায়াবী সুর বাজে বাজখাঁই রাগে,
আদি অন্ত স্বর্গ নরক সবি যে অসম
প্রবল লিপ্সা তলে চলে মন বিচিত্র বৈরাগে।

কিঞ্চিৎ মুলাধারী আজ যেন উলঙ্গ খাপছাড়া
ব্যাথাতুর আবদ্ধ অতল চক্রবাকে,
বিরহ সঙ্গমে জানি দৈব, দেবচিত উল্লাস
স্বর্গেরে রেখেছি করে কষ্টিবদ্ধ, অসার দূর্বল বিপাকে।

রচনাকাল – 18/07/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles