অনুবাদ – শাশ্বত চিরবর্তমান

হযরত ওমর খৈয়াম (রহ.) অবলম্বনে –
ভাবানুবাদ – লাবিব মাহফুজ চিশতী

যে যাতনা সহি যাপি দিবস-যামী
নরক তারি সম্মুখে এক স্ফুলিঙ্গসম –
স্বর্গ সে তো নিমেষের, শান্তি সামান্য
যে সুধায় আকন্ঠ মগন – হৃদয় মম!

মহাকাল! সে যে পতিত পলক
মহুর্তে অবারিত ভূলোক- দ্যূলোক
তটিনী প্রবাহসম বয়ে চলে স্মৃতি –
কালের পূর্ণকুম্ভমনোরম –
বয়ে বয় নিত্য মোদের পূতঃ অশ্রুজল
আঁখির আঁখরে প্রিয়তম!
সুধায় আকন্ঠ মগন – হৃদয় মম!

হযরত ওমর খৈয়াম (রহ.) অবলম্বনে –
ভাবানুবাদ – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor