কবিতা – নরকবাসী

লাবিব মাহফুজ চিশতী

আমি নাহয় দোযখেই গেলাম!

স্বর্গের এত সুখ, উদগ্র লালসা, প্রাচূর্য-
উদ্ভিন্নযৌবনা তনয়ার দেহ-মিছিলে
চিরবন্দী কামাতুর, ক্ষুধাতুর –
আশ্চর্য অমানবিক অথবা ঐশ্বরিক
এত শান্তি!
আমি নাহয় না‘ই পেলাম!

আমি নাহয় রয়েই গেলাম
নিয়ত অগ্নিস্নানে ঘর্ম-কর্দমাক্ত
নিয়তির নির্মম নিষ্পেষণে পরাজিত –
মানবীয় ব্যার্থতায়! পূণ্য ভ্রুকুটির আস্তাকুঁড়ে!

আমি নাহয় জীবিতই পুড়লাম!
এমন এক ক্লান্তি – যা মৃত্যুর চেয়ে সত্য
আমি নাহয় আজীবন বয়েই বেড়ালাম!
নিশ্চিত সুখের জান্নাতী অঙ্গীকারের বদলায়
আমি চেয়ে নিলাম দেহ-জমিন –
মাটির নরক!

আমি নাহয় নরকবাসীই হলাম!

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/05/2025

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor