আপন ফাউন্ডেশন

কবিতা – নূর মুহাম্মদ

Date:

Share post:

লাবিব মাহফুজ চিশতী

নূরুল আনাম, মুস্তাফা, অন্তরের নূর
আদিতে, নির্জীব আঁধারে, সেধেছিলে সুর সুমধুর।
প্রথম দীপ্তি তুমি, প্রদীপ্ত প্রদীপ, জগতে –
বিদূরী আঁধার, ক্বলবে আদম, নূর আলা নূরেতে।

আলিফের আদী মহাপ্রাণ তুমি, হরফে স্বরূপ কায়া
রূপে গুণে নূর, প্রতি ঘটে তুমি, অনাদী, মহামায়া!
জগতের আদী কারণ তুমি, তব নূরে এ জাহান
বয়ে চলে নিরবধী, তোমার পানে, গুপ্ত ব্যাক্ত প্রাণ।

সিরাজুম মুনীর, আসরারে আলা, আত্মার রাহবার
খোদায়ী সিফাত বন্টনকারী, দ্বীনের পয়গম্বর।
অন্তর মম উন্মোচনে, নূর হয়ে রহ নীড়ে
তব নাম মোর জিকির সালাত, পুলসিরাত হাশরে!

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ২৩|০৫|২৫

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles