লেখক – লাবিব মাহফুজ চিশতী
আলহামুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম
বেলায়েতের সম্রাট হযরত আলী (আ.) কে মহান রবের পক্ষ হতে রসুলে খোদা (সা.) কর্তৃক মাওলাইয়াত প্রদান স্বরণে মহান মাওলার পবিত্র চরণে আমাদের –
ভক্তি প্রণত প্রার্থনা
“আনা মাদিনাতুল ইলমী ওয়া আলীউন বাবুহা”
আজ আমরা গাদীরের আলোয় আলোকিত অগনিত আত্মা একত্রিত হয়েছি সেই মহান দরোজায়, শুধু জ্ঞান নয়; যেখান থেকে নিয়ত উৎসারিত হয় প্রজ্ঞা, প্রেম ও রহমতের ঐশী ফোয়াড়া। এরাদায় বহন করে আলীমুন সেফাতের ঐশী প্রেরণা, আমরা একত্রিত হয়েছি আমাদের চিরকালের মাওলা, আমাদের অভিভাবক, রসুলে খোদা (সা.) এর একমাত্র উত্তরাধিকারী মাওলা আলী (আ.) এর রুহানী চরণ মুবারকে আমাদের ভক্তি ও সাজদা নিবেদন করার জন্য।
পবিত্র ১৮ জিলহজ্ব –
গাদীরে খুম নামক বিশাল বিস্তীর্ণ প্রান্তরে যেদিন থেমে গিয়েছিল রসুলে খোদা (সা.) এর বিশাল কাফেলা। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছিল ঐশী নির্দেশ –
“ইয়া আইয়্যূউহার রসুলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা”
হে রসুল, তোমার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, তা পৌঁছে দাও।
তপ্ত বালুকারাশির মধ্যে লক্ষ হৃদয়ের উপস্থিতিতে রসুলে খোদা (সা.) পৌঁছে দিলেন মহান রবের বার্তা –
মান কুনতুম মাওলাহু, ফাহাজা আলীউন মাওলা।
ঘোষণার সঙ্গে সঙ্গে তৌহিদের নদীটি এসে মিশে গেল বেলায়েতের সাগরে। নত আসমান অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করল সে মহিমা। মাথা নিচু করে দাড়িয়েছিলেন জিবরাইল, আর মহান রব বলেছিলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম।
হে মহান মাওলা, আপনার মাওলাইয়াত প্রাপ্তিতে পূর্ণতা পেয়েছে দ্বীন ইসলাম। আপনার চরণ বিধৌত আবহায়াত সিঞ্চনে প্রাণ পেয়েছে ভ্রমান্ড, আপনার ঐশী প্রজ্ঞা ও প্রেমে মুক্তির পথ পেয়েছে অজস্র আত্মাসমূহ।
হে মহান মাওলা, আপনি সেই, যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভেতরে। আপনি সেই, যিনি রসুলে খোদাকে প্রতিটি নিঃশ্বাসে ভালোবেসেছেন প্রাণাধিক। আপনি সেই, যিনি হিজরতের রাত্রিতে জীবনের মায়া পরিত্যাগ করে উন্মুক্ত তরবারীর মুখোমুখি হয়েছেন। আপনি জুলফিকার, উহুদ-খন্দক-খাইবারের বজ্রনিনাদ, আপনি সাইফুল্লাহ, আসাদুল্লাহ, আপনিই দ্বীন ইসলামের একমাত্র বিজয়। আপনি নূরে খোদা, আপনি তাওহীদের প্রথম প্রতিধ্বনী, আপনি রুহের দর্পণ, রসুলে খোদার হৃদয় হতে ফোটায় ফোটায় সঞ্চারিত হওয়া এলেমের দরিয়া আপনি। আমাদের অন্তরকে আপনার নূরের আলোয় আলোকিত, উচ্চকিত করুন হে মাওলা।
হে মহান মাওলা, আপনার মাওলাইয়াতে অভিষিক্ত হবার এ আনুষ্ঠানিকতায় আমাদেরকে কবুল করুন। আপনার অভিষেক তো আদিপিতা আদমের রুহপ্রাপ্তিরও পূর্বে হয়েছে। মানবীয় অজুদে আলীমুন সেফাত তথা জ্ঞানগুণের জাগরনেই ঘটে মাওলাইয়াত প্রাপ্তি। বিশ্বজনীন প্রজ্ঞা ও ইলমে মারেফাতের এ মহত্তম বিজয়েই কায়েম হয় ঈদে গাদীর। ঈদে গাদীর কেবল একটি দিনের নাম নয়, গাদীর রুহানিয়াতের এমন এক মাকাম, রুহ যেখানে তার মাওলাকে চিনে নেয়।
হে মহান মাওলা, নফসানিয়াতের প্রবল পরাক্রমে আজ ম্রিয়মাণ আমাদের রুহের ইনছানিয়াত। উম্মতের ঘোর অন্ধকারে আপনিই একমাত্র আলো, কালের ভাঙনে আপনিই একমাত্র আশ্রয়। আমাদের অস্ত্বিত্বকে আপনার জুলফিকারের অমৃত পরশে পূতঃপবিত্র করার সৌভাগ্য নসীব করুন।
হে মহান মাওলা, আপনার পবিত্র চরণ মুবারকে আমাদের ভক্তি নিবেদন, আপনার অসীম নূরের চ্ছটায় আমরা জ্বালিয়ে দিতে চাই আমাদের অন্তরের সকল পর্দা, প্রতিটি আত্মা যেন খুঁজে পায় তার মাওলাকে।
আমাদের ভক্তিপ্রণত প্রার্থনা কবুল করুন, মঞ্জুর করুন।
ইয়া আলী মাদাদ, ইয়া মাওলা আলী মাদাদ, ঈদে গাদীর মুবারক।
লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – ইদে গাদীরে খুম উদযাপন স্মরণিকা ২০২৫
সম্পাদক – আপন খবর পত্রিকা
পরিচালক – আপন ফাউন্ডেশন