আপন ফাউন্ডেশন

বারো ইমাম পাকের জন্ম ও শাহাদাতের বিবরণ

Date:

Share post:

লেখক – মাওলানা মোফাজ্জল হোসাইন চিশতী

(১) মহানবী হযরত মোহাম্মদ (সঃ) ৫৭০ খ্রীষ্টাব্দে ১২ই রবিউল আওয়াল সোমবার ভোরে মক্কা নগরীতে কোরাইশ বংশে জন্ম গ্রহণ করেন । ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রীঃ ১০ম হিজরী ১২ই রবিউল আওয়াল সোমবার বিকালে মদীনায় ইহলীলা সংবরণ করেন । রাসুল (সঃ) এর পবিত্র দেহ মোবারক হযরত আব্বাস (রাঃ), হযরত আলী (রাঃ), হযরত ফজল (রাঃ) ও হযরত কাছাম (রাঃ) এ চারজন গোসল করিয়ে ছিলেন। এর মধ্যে হযরত আব্বাস (রাঃ) দেহ মোবারক ডানে বামে ঘুরিয়েছিলেন আর হযরত আলী (রাঃ) গোসল করিয়েছিলেন বাকি দুইজন অন্যান্য কাজে সহায়তা করেছিলেন । আবু তালহা কবর বানিয়েছিল । কবরটি ছিল বোগলা কবর । এরপর ঐ চারজন কবরে নেমে রাসুল (সঃ) গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়ে লাশ মোবারক কবরে রাখেন বুধবার দিবাগত রাতে। খাসায়েসুল কুবরা ২য় খন্ড ২৮১ পৃঃ।

(২) হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজ হাহু ৬০০ খ্রীঃ ১৩ই রজব শুক্রবার পবিত্র কাবা ঘরের মধ্যে ধরণীতে আগমন করেন । ৬৩ বছর বয়সে ৪০ হিজরী ১৮ই রমযান বৃহস্পতিবার রাতের শেষে ফজর নামাজের সুন্নাত নামাজের শেষ রাকাতে সেজদারত অবস্থায় (ইরাক-কুফা জামে মসজিদে) ঘাতক আবদুর রহমান ইবনে মুলজিম এর তরবারীর আঘাতে প্রচন্ড আহত হয়ে ২১শে রমযান রবিবার শাহাদাত বরণ করেন । ইরাকের নজফ শহরে পবিত্র মাজার শরীফ অবস্থিত । (শাওয়াহেদুন নবুয়ত ২২৬ পৃ.)।

(৩) হযরত ইমাম হাসান (রাঃ) ৬২৫ খ্রীঃ ৩য় হিজরী ১৫ই রমজান মদীনায় জন্ম গ্রহণ করেন । ৪৭ বছর বয়সে মোয়াবিয়ার চক্রান্তে বিষপানে ৫০ হিজরী ২৮ শে সফর (৬৭২ খ্রী:) শাহাদাত বরন করেন । পবিত্র মাজার শরীফ জান্নাতুল বাকীতে (বর্তমান নিচিহ্ন অবস্থায়) অবস্থিত ।

(৪) হযরত ইমাম হুসাইন (রাঃ) ৪র্থ হিজরী ৩রা শাবান (৬২৬খ্রী:) বৃহ:পতিবার মদীনা শরীফে জন্ম গ্রহণ করেন । ৫৭ বছর বয়সে কুখ্যাত এজিদের নির্দেশ ঘাতক সীমারের হাতে ১০ই মহরম ৬১ হিজরী (৬৮৩ খৃ:) ইরাকে মরু কারবালা ময়দানে শাহাদাত বরণ করেন । কারবালায় পবিত্র মাজার শরিফ বিদ্যমান ।

(৫) ইমাম জয়নুল আবেদীন (রা:) ৫ই শাবান ৩৮ হিজরী (৬৫৯ খ্রীঃ) মদীনায় জন্ম গ্রহণ করেন । এবং উমাইয়া শাসক ওয়ালিদ বিন আবদুল মালিক এর নির্দেশে (পুত্র) হিশাম বিন আবদুল মালিক বিষপান করান । উক্ত বিষপানে ৫৩ বছর বয়সে ২৫শে মহরম ৯৫হি: (৭১৩খৃ:) ইমাম জয়নুল আবেদীন শাহাদাত বরন করেন ।

(৬) ইমাম বাকের (রা:) ১লা রজব ৫৭হিজরী মদীনায় জন্ম গ্রহণ করেন (৬৭৬খ্রী:) উমাইয়া শাসক আবদুল মালেকের শাসনামলে বিষ প্রয়োগে ৭ই জিলহজ ১৪৪ হিঃ (৭৩৩খৃ:) শাহাদাত বরণ করেন । (৫৭ বছর বয়সে) ।

(৭) ইমাম জাফর সাদেক (রা:) জন্ম ১৭ই রবিউল আওয়াল ৮৩হি: (৭০২ খৃ:) এবং আব্বাসীয় খলিফা মানছুরের বিষ প্রয়োগে ২৫শে শাওয়াল ১৪৮হি: (৭৬৬খ্রী:) ৬৫ বছর বয়সে শাহাদাতের অমৃত সুধা পান করেন । জন্ম (রা: ) ৭ই সফর।

(৮) ইমাম মুসা কাজিম ১২৯হিজরী (৭৪৬খৃ:)। খলিফা হারুন ওর রশিদের নির্দেশে বাগদাদে সানদি ইবনে শাহাকের কারাগারে বন্দি রাখেন । অতঃপর ঘাতক শাহাক ইমামকে বিষ পান করায় । ২৫ শে রজব ১৮৩ হিজরী (৭৯৯খ্রী:) ৫৪ বছর বয়সে শহিদ হন । বাগদাদে আল কাজিমিয়াতে মাজার শরীফ অবস্থিত । (ইরাক)

(৯) ইমাম আলী রেজা (রা:) জন্ম ১১ই জিলক্বদ ১৪৮হি: (৭৬৫খ্রী:) আব্বাসীয় খলিফা মামুন এর বিষ প্রয়োগে ৫৫বছর বয়সে ১৭ই সফর ২০৩হিঃ (৮২০খ্রীঃ) খোরাসান ইরানের মাসাদে শাহাদাত বরন করেন ।

(১০) ইমাম মুহাম্মদ তকী (রা:) জন্ম ১০ই রজব ১৯৫ হি: (৮১১ খ্রী:) আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর নির্দেশে বিষ প্রয়োগে ৩০ শে জিলক্বদ ২২০ হিঃ (৮৩৬খ্রী:) মাত্র ২৫ বছর বয়সে ইহধাম ত্যাগ করেন । বাগদাদ কাজিমিয়াতে দাদা ইমাম মুসা কাজিমের মাজারের পাশে মাজার শরিফ অবস্থিত ।

(১১) ইমাম আলী নকী (রা:) জন্ম ৫ই রজব ২১২হি: (৮২৭খ্রীঃ) খলিফা মুতাসিম বিল্লাহর শাসনামলেই বিষ প্রয়োগে ৩রা রজব ২৫৪হি: (৮৬৮খ্রী:) ৪২ বছর বয়সে শাহাদাত বরণ করেন ।

(১২) ইমাম হাসান আসকারী (রা:) জন্ম ৮ই রবি:সানি ২৩২ হিজরী (৮৪৭খ্রী:) মদীনায় । ঘাতক খলিফা মোতামাদ এর বিষ প্রয়োগে ৮ই রবিউল আউয়াল ২৬০ হিঃ (৮৭৫খৃী) ২৮ বছর বয়সে শাহাদাত বরণ করেন । ইরাকের সামারায় মাজার শরিফ অবস্থিত ।

লেখক – মাওলানা মোফাজ্জল হোসাইন চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles