লাবিব মাহফুজ
অধিষ্ঠিত হও এ হৃদি রথে
চালাও অভ্রান্ত প্রেমের দিগন্ত পথে
মোরে শোনাও পাঞ্চজন্য সুর শঙ্খধ্বনী
হে অচ্যুত বন্ধু আনো সন্ত বাণী।
আনো আনো মহাপ্রেম তব সুদর্শনে
বিলাও ভক্তিসুধা বেধে নয়নও বানে,
শঙ্খ পদ্ম গদা চক্রে, আনো জীবন মৃতের তরে
মূরারীরও সপ্তসুরে, জাগাও মর্ত্যখানি
মাতাও হৃদয় বৃন্দাবন, সুর ছন্দ আনি।
ত্রিভঙ্গ তব রূপ মৃদঙ্গ তালে
তুলুক তরঙ্গ দোল, হৃদি যমুনা কূলে,
মায়াময় শ্রীচরনে, বাধিও সর্বাকর্ষনে
প্রান রাখ নিধুবনে, করে ভাববিজয়ীনি
তবে তরে রইব হয়ে, শ্রী রাধারানী।
রচনাকাল – 12/10/2016