বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউছালুনা আলান নাবী। ইয়া আইয়্যু হাল্লাজিনা আমানু – ছাল্লু আলাইহে ওয়া ছাল্লিমু তাছলিমা।
আল্লাহুম্মা ছাল্লে য়ালা ছাইয়েদেনা মাওলানা মোহাম্মাদ
ওয়ালা আলে ছাইয়েদেনা শাফিয়ানা মোহাম্মদ
(১) লক্ষ কোটি দরূদ ও সালাম, নুর নবীজির কদমে, দয়া করে দাওহে দেখা, ডাকেরে আশেকানে
(২) কোথায় রইলেন প্রাণের রাসুল, আমাদেরকে ভুলিয়া, আপনি বিনে কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া
(৩) তোমাকে চিনিল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে
(৪) নিজেই মওলা আশেক হয়ে, দুস্তি করলেন যার সাথে, নামের শনে নাম মিলায়ে, নাজেল করলেন কলমাতে
(৫) নুর নবীজির নুরে মওলা, ভুবন করেছে উজালা, নবীর প্রেমে পড়ন দরুদ, ও আশেকান নিরালা
(৬) পড় পড় দরুদ পড়, নুর নবীজির তরীক ধর, হাশরে করিবে পাড় ও, নুর নবীজি ছাল্লাল্লাহ
(৭) কি হবে মন ধনে জনে, কি লাভ হবে অভিমানে, দয়াল নবীর উছিলা বিনে, নাজাত কেহ পাবে না
বিশ্ব নবীর জীবনী হতে কিছু আলোচনা করিবে – অতঃপর –
উঠ মমিন কর তাজীম দাঁড়াইয়া
প্রেমের সালাম দাও মদীনায় পৌঁছাইয়া – (সকলে দাঁড়ায়ে যাবে)।
ইয়া নবী ছালামো আলাকা, ইয়া রাসুল ছালামু আলাইকা
ইয়া হাবীব ছালামু আলাইকা ছালা ওয়াতুল্লা ওয়ালাইকা
(১) নবীগো তোমাকে সালাম, আহলে বাইত আউলিয়া তামাম, মোহাম্মাদ এত মধুর নাম, যেই নামে পাগল ও জাহান
(২) আশেকান তোমায় ডাকেরে, হাজির হয়ে এই দরবারে, উদয় হও হৃদ মাজারে, দেখিব পরাণ ও ভরে
(৩) এস হে ইস্কের মহারাজ, সাজিয়া মুর্শিদের ও সাজ, কবুল ও কর খোশ নেওয়াজ, দান কর রূহানী ফায়াজ
(৪) তুমি তো রহমতের ভান্ডার, তুমি তো পারেরই কান্ডার, আমরা উম্মত গুনাহগার, হাশরে করিও নিস্তার
(৫) তৌহিদের ইস্কের বাগিচায়, অলীগণ মধুলুটে লয়, আশেকান সুরেতে মাতায়, ডুবিয়া ইস্কের দরিয়ায়
(৬) আমিতো অধম গুনাহগার, নিবেদন চরণে তোমার, কঠিনও সঙ্কট মাজার, পাইযেন তোমারী দীদার
(৭) আমারও মরনের কালে, তোমাকে সামনে পেলে, রবেনা মরণ যন্ত্রণা, অধমকে ভুলে থেকোনা
(৮) আমারও মনের বেদনা, বোঝালে কেহ বোঝেনা, শোনালে কেহ শোনে না, কেবলই শোনেন শাহে মদীনা
সালামে মোস্তফা (সঃ)
মোস্তফা জানে রহমত পে লাখো ছালাম শাময়ে বজমে হেদায়েত পে লাখো ছালাম
১. ছাইয়্যেদি হাবিবী মোহাম্মাদ মোস্তফা নুরে জালোয়া মিল্লাত পে লাখো ছালাম
২. মুশকিল কোশা মওলায়ে আলী মুর্তজা শানে বেলায়েত ওয়া রেসালাত পে লাখো ছালাম
৩. গাউছেল আজম ইমামুত ত্বকা ওয়ান নকা জালোয়ায়ে শানে কুদরত পে লাখো ছালাম
৪. সঞ্জরী আজমেরী খাজা গরীবে নেওয়াজ উচ মঈনদ্দিন আওর তরীকত পে লাখো ছালাম
৫. পীরানে পীর দস্তগীর খাজেগানে চিশতীয়া তামামে আউলিয়ার কদম পে লাখো ছালাম
বালাগাল উলাবি কামালিহী, কাশাফাদদুজাবি জামালিহী, হাসুনাত জামিউ খেসালিহী, ছালু আলাইহি ওয়ালিহী।
ছাল্লিমু ইয়া কাউমু বাল ছালু আলা সাদরিল আমিন, মোস্তফা মা যা ইল্লা রহমাতাল্লিল আলামিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
মোনাজাত
ফজল কর ইয়া রব মহাম্মদ মস্তফা কে ওয়াস্তে
ছাইয়েদে কাউনায়েন শাহে আম্বিয়া কি ওয়াস্তে
ইয়া ইলাহিল আলামিন ইয়ে আরোজ হো মেরী কবুল
ইছতে জাব হাজা দোয়ায়ে মস্তফা কি ওয়াস্তে
বার গাহে আলী মে তেরে হায় ইয়ে মেরী এনতেজা
হোবে হাল মশকেল মেরে মশকেল কোশাকি ওয়াস্তে
বুল বুলে বাগে মদীনা কোররাতুল আইনে রছুল
ইয়ানে হযরত ফাতিমা খায়রুন্নেছা কি ওয়াস্তে
দে খুশী দেল কো মেরে ছাড় ছাবজ কার নাখলে মুরাদ
উছ জেগের খাস্তা ইমাম হাছান ছাহেব লাওয়া কি ওয়াস্তে
হার তরফছে ফউজ গমনে আকে ঘেরা হায় মুঝে
দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে
কোন তুঝ বেন দাদ ইছ আজেজ কি দেবে আয় খোদা
জোদ তর ফরিয়াদ রছ জয়নাল আবা কি ওয়াস্তে
মায় বহুত হায়রান হো কার রহম কি মুঝপর নজর
ইমাম বাকের ও জাফর আলী মুসারেজা কি ওয়াস্তে
মুছা ও কাজেম তকী ও বা নকী ও আসকারী
আওর ইমাম মাহদী পীরে খোদা কি ওয়াস্তে
ইয়া ইলাহি ছাব উঠালে দরদো আন্দো কি বঝ
আপনা আপনা পীরও মোরশেদ রাহনোমা কি ওয়াস্তে
ছুম্মা আমীন, বা হক্কে কলেমা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।