আপন ফাউন্ডেশন

সংগীত – ব্রহ্মান্ড এক পাল্লায় দিলে

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ব্রহ্মান্ড এক পাল্লায় দিলে, হয়না তার সমতুল
ত্রিভূবনের মূল বিসমিল্লাহ ত্রিভূবনের মূল।

ওরে এরফানী এক দরজা আছে, তথায় বিসমিল্লারি ভেদ রয়েছে
উনিশ মঞ্জিল তাহার মাঝে, উনিশ হরফ রয় মশগুল।

ওরে পঞ্চভাগে বিসমিল্লাহ খানি, পাঞ্জাতন স্বরূপে চিনি
বা হরফে মাওলা আলী, আনা নুক্তা তাহতাল।

ওরে কামেল গুরুর কৃপা হলে, ভেদ নাযিল হয় মর্মমূলে
অধীন লাবিব ভেবে বলে, বিসমিল্লাহতে রয় সকল।

রচনাকাল – 05/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles