লেখক – লাবিব মাহফুজ চিশতী
তৌহিদেরী মোজহার নবী, মুহাম্মাদ রাসুল
নবী গুল বাগিচার ফুল নবী
গুল বাগিচার ফুল।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদী নূর
ওয়াহাদাত প্রকাশ তারি, সিফাতে জহুর
নূর এলেম আর শহুদ অজুদ, জগতেরী মূল।
সেফাতে জাত নূর জুলমাত, হাকীকী আসরার
হাহুত নাছুত নূর আর জেছেম, মুহাম্মাদ প্রচার
বরযোখে কিবরিয়া নবী, নূরে ওয়াছেল।
পঞ্চ হু তে প্রকাশ নবী, শাহাদাত কালাম
পঞ্চতন অখন্ড খফি, নূরে মুজাসসাম
লা নফি আর লাহুতে লা, এসবাতে কামেল।
পঞ্চকারে নূর সেতারা ইল্লাল্লাহ নূরী
পাঁচে সাতে বারো কারে, তৌহিদে জারী
লাবিব বলে নূর মুহাম্মদ অজুদে মশগুল।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ১৬|০৯|২০২৫ খ্রি.
