আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আর কতকাল এ ঘোর মায়ায়

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী

আর কতকাল এ ঘোর মায়ায়, ঘুরবো হয়ে পেরেশানী
আমার চিত্ত মন্দ অন্ধ নয়ন, বিফল হল জিন্দেগানী।

ভবে এসে মায়াবশে দিন কাটিল ছলনায়
ষড়ভ্রান্তির গোলে পড়ে আয়ু সূর্য অস্তপ্রায়।
আলস্যেতে কাটিল দিন, না আসিল পরম সুদিন
চিত্তদহে নিত্য এখন অশ্রু ঝড়ে দিন রজনী।

আমি ভাবি বসে এই বিদেশে, থাকিবো আর কতকাল
তোমাহীনা প্রাণ গোবিন্দ, বিফল হল মহাকাল।
আমার একে একে দিন ফুরালো, শ্রীরূপের দীদার না হল
অজ্ঞানে কুফল ফলিল, না জাগিল গুনমণি।

অধীন লাবিব আছে বসে শেষ দিবসের প্রার্থনায়
ঐ রূপের দীদার বিনে প্রাণে অন্য কিছু নাহি আর।
ওরে সংগোপনে আলাপনে, করো ধন্য তোমা সনে
তোমা ভিন্ন এ জীবনে, অন্য যেন আর না মানি।

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2025 খ্রি.

More Posts

সাবস্ক্রাইব করুন