আপন ফাউন্ডেশন

সংগীত – খোদা র ঘরে যাবি যদি

Date:

Share post:

লাবিব মাহফুজ

খোদা র ঘরে যাবি যদি, পবিত্র বাণী করে সার
তোর ভয় রবেনা কোনো কালে, দেহ হবে মোকাম মাওলার।

সেই ঘরেতে যাইতে হইলে, চিনরে মন নফি এসবাত
রিসালাতের কালাম দেখো, নিদর্শন হয় মোহাকামাত।
দরজাতে লা এর খেলা, ছাড় আমিত্বের রং আধার।

সেই ঘরেতে দেখো রে মন, সাত এর বিধান চারদিকে
পাঁচ সাতে বারো মিলিলে, দেখবি নূর প্রতি পলকে।
নূরের মাঝে সিংহাসনে, লইছে খোদা আসন তাঁর।

সেই আসন হয় হাকীকি কাবা, চিনে কেবলা করো তারে
তোর দেহ হবে মাওলার দেহ, হাদী রূপ আসবে নজরে।
লাবিব বলে ইয়া হাদী, ঘুচাও দেলের অন্ধকার।

রচনাকাল – 25/10/2015

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles