সংগীত – অশ্রু অঞ্জলী মোর এপাড় হতে

লাবিব মাহফুজ

অশ্রু অঞ্জলী মোর এপার হতে
এ দুর প্রবাহ ভেদী যায় বহুদুর –
যেথায় আমায় ডাকিছে বসে
পূজার দেবতা মোর।

যার নয়ন মায়ায়, রাধা এ হৃদয়
সে নিঠুর সূদুরে বসে, ভেজালো এ বালুচর।
তবু সে সুরের আরতী, সঁপিতেছি প্রণতি
অনন্ত প্রেমের ধামে গড়িয়া মন্দির –
দেবতা মোর দেবতা মোর।

তোমার মুরারী সুরে, আকুল হৃদয় বাসরে
জাগ্রত পার্থ-সারথী, অচ্যূত বন্ধু মোর।
অঞ্জলী মোর সূদুর হতে, গ্রহণ করো করুণ হাতে
অনিঃশেষ এ প্রণয় ধ্যান সমাধির –
দেবতা মোর দেবতা মোর।

রচনাকাল – 27/10/2018

আপন খবর