সংগীত – আজি শ্রাবণের শীতল পরশে

লাবিব মাহফুজ

আজি শ্রাবণের শীতল পরশে
হৃদয়ের বদ্ধ দুয়ার, যেনো খুলে যায়,
একাকী পরাণ আমার ছুটিয়া এসে
কারে যেন প্রিয়া ভেবে জড়াইতে চায়।

নিষ্ঠুর সে প্রিয়া, দিবানিশি সদা
থাকে মোর অন্তরালে, জড়ায়ে পর্দা!
অবুঝ পরাণ আমার প্রণয়ে বাধা
তাই বারে বারে প্রিয়া পানে, একাকীনি ধায়।

প্রিয়া, ওগো তব তরে, আমার এ জীবন
চাহে আসিতে ছুটে, ত্যাজি কূলমান।
আমার প্রেমও ডালা প্রিয়, করিও গ্রহণ
দিও স্থান অক্ষমেরে, তব প্রেম পসরায়।

রচনাকাল – 17/10/2014

আপন খবর