আপন ফাউন্ডেশন

কবিতা – শ্রদ্ধাঞ্জলী

Date:

Share post:

লাবিব মাহফুজ

হে মাওলা, হে কবি, হে সুন্দর
ধরণীর অমৃত সন্তান, সত্যের নিশাণ বরদার
হে ঋষি, তাপস প্রবর!

কুহেলিকা যবে ফেলি মায়াজাল, আধারে ডুবায় ধরা
রুদ্ধ হিয়ার ক্রন্দন চাহে, মুক্তির মোহনচূড়া।
ব্যাথিত সকল শাপে তাপে ভরা, বসুধার সন্তানে
সাদরে করিলা গ্রহণ তাদেরে লইতে মুক্তি পানে।
হে মানব সুন্দর –
তোমার মাঝারে লভিল জগৎ, মুক্তি স্বর্গ দ্বার।

নিশার অশনি বাঁধন ছিড়িয়া হে শক্তিধর বীর
আনিলে ধরায় রবির নবযুগ, প্রভাত ভৈরবীর।
ক্রন্দনও তব বাণীরূপ ধরি, মাতালো ধুলির ধরা
মৃত্যুর পারাবারে তব দিশি দীপ বিলায় জীবন ধারা।
হে রুদ্র সুন্দর –
মুক্তি আনিলে, শক্তি আনিলে, আনিলে বারতা অনন্তের।

অনিন্দ্য স্বপন চারণে, সুরের মোহন ভূবনে, হে সুর সুন্দর
আগত শারাব আলোকনন্দায়, পীতধড়া তব প্রদীপ্ত ভাস্বর।
জোছনার মতো বিলাইলে প্রেম আপনারে করি দান
অমর প্রেমের প্রতি শাখে তাই, রইলে দীপ্তিমান।
হে সুধা সিক্ত প্রাণ বসুধার –
মহান তুমি, তব রাজটিকা, পথ হারার পথে জ্বলে অনিবার।

হে মহান চাহি তব আশীষ সুধা, দাও ভরিয়া ডালি
বঞ্চিতের তরে লিখো ভাগ্যলিখা, মোরা পথ যেনো না ভুলি
মরমের মর্মম সঁপিলাম চরণে, লহো এ শ্রদ্ধাঞ্জলী।

রচনাকাল – 17/09/2019

তীর্থধাম এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফে দাদামুর্শিদ হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী এর শুভাগমন ‍উপলক্ষে কবিতা টি শ্রদ্ধাঞ্জলী হিসেবে রচিত।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles