সংগীত – এ বেদনা কি করে সহি

লাবিব মাহফুজ

এ বেদনা কি করে সহি অভিমানী!

রাখিগো যতনে যারে আঁখিরও কাজলে
ভেসে যায় কেনো সে, অশ্রু সলিলে!
কেনো বাজাও নয়ন-বীণায়, বিরহ রাগীনি।

পরান তো নিতি হায়, কেঁদে চলে
প্রণয়-তৃষিত হিয়া, প্রিয় প্রিয় বলে!
কাঁপে বুক, দুরু দুরু, ভয়ে বেদনায়
ফিরে আসা, ভালোবাসা, ফের যে হারায়
আমি শতবার ফিরাবো তারে –
জড়ায়ে চরণও খানি!

রচনাকাল – 19/11/2021

আপন খবর