লাবিব মাহফুজ
অনন্ত কালের ক্ষুধা লয়ে বুকে
আসিয়াছি আমি অনন্ত জগত হতে,
মহাপ্রাণ এক অবিনাশী সে
আমার চেতনায়, যা আজো বাজে ধুকে ধুকে।
আজো শুনি সেই বিরহ বাঁশরী
আবেশে যার উথলায় মন, প্রাণ যমুনায় –
এসে সে দাড়ায় হঠাৎ দুয়ারে
স্বরণে সে পূর্ণ মহান, অনন্ত বিভাবরী।
রচনাকাল – 24/04/2018