লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. তুমিই প্রভুসত্ত্বার প্রতিনিধিত্বকারী। চিনে নাও তোমার সেই অনন্ত তুমি’কে।
2. তোমার আত্মিক নিমগ্নতাই পৌঁছে দেবে তোমাকে তোমার আত্মার গভীরে। যেখানেই বিরাজ করে মহান প্রভু।
3. মনের একাগ্রতাই সর্বশ্রেষ্ঠ সাধনা।
4. গুরুপ্রদত্ত দেশনাবলীর যথার্থ অনুসরণই মুক্তির একমাত্র পন্থা।
5. যে দর্শনের বহুবিধ ব্যাখ্যা থাকতে পারে না তা সার্বজনীন দর্শন হতে পারে না।
6. ধ্যান সাধনার মাধ্যমে উন্মুক্ত হওয়া মানবের মন মন্দিরের আর্শীমহলেই প্রতিফলিত হবে মহান প্রভুর রূপ।
7. একজন কামেল গুরুর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ব্যাতিত সালেক কখনোই অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে না।
8. সদগুরু তিনিই যিনি অনিত্যতায় আবদ্ধ মানুষের জন্য খুলে দিতে পারেন নিত্যের তথা চির শান্তির দুয়ার।
9. এমন কর্ম করার চেষ্টা করো যে কর্ম জীবনে শান্তি, মুক্তি ও প্রেম আনে। বাকী সকল কর্মই তোমাকে হীন করবে।
10. মনের অধীন থাকা মানেই জন্ম-মৃত্যুর অধীন থাকা। মনকে নিজের বশে আনা মানেই মৃত্যুঞ্জয় হওয়া।
লেখক – লাবিব মাহফুজ চিশতী