আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আমার দেহের মন মন্দিরে

লাবিব মাহফুজ

আমার দেহের মন মন্দিরে
তোমার পূজার অধিষ্ঠান,
আরতীর ফুলে জলে, তোমার রূপ বর্তমান।

তোমার গুণেই প্রকাশ ধরা
সৃষ্টি চলে সুক্ষ ধারা
অনাদী অনন্ত যারা, তারাই বোঝে তোমার শান।

হৃদয় বিভাব তোমার তরে
তোমার পূজা সাধিবারে
পূর্ণব্রহ্ম মানুষেরে হৃদ মন্দিরে দিলাম আসন।

অপরা এ হৃদয় স্রোতে
ভাসে লাবিব কুহকেতে
শ্রীচরণ পাব বুকেতে, তাই সঁপিলাম এ জিবন।

রচনাকাল – 29/08/2018

More Posts

সাবস্ক্রাইব করুন