কবিতা – পূর্ণ চন্দ্র

লাবিব মাহফুজ

হে মোর দয়াময়
হে অনন্তের চির মহন্ত
চির নিত্য, চিন্ময়।

চির প্রজ্জলিত, পূর্ণ চন্দ্র, হৃদাকাশে মোর
তব আকর্ষনে দুকূল ছাপি প্লাবিত অন্তর।

প্রাণ প্রবাহের জোয়ারে করিলে উদ্বেলিত মোরে
আমি সকলত্যাজি ব্যাকুল হলাম তোমার বাঁশরী সুরে।

হে প্রভু, তুমি পূর্ণ শশী, তব আলো মোরে দিও
আমার এ প্রাণ আলোকিত করে তোমাতে টানিয়া নিও।

রচনাকাল – 02/02/2017

আপন খবর