সংগীত – ঐ রূপ অনলে দিবানিশি

লাবিব মাহফুজ

ঐ রূপ অনলে দিবানিশি, হৃদয় আমার পুড়ে গো
সে রূপ নিরিখে সদায় আমার, নয়ন বারি ঝড়ে গো।

দয়াল নিধনেরও ধনগো তুমি পতিতও পাবন
পারঘাটার ঐ কঠিন সংকটে তুমি পারের মহাজন।
তুমি বিনা আরকে এমন ত্বরাইবে আমারে গো।

তোমার রূপের ছবি হৃদে আমার রেখেছি যতনে
তোমার চরণ তরী ভক্তি দিয়া বেঁধেছি পরাণে।
অধম লাবিবেরে রেখো চরনে দরদী দয়া করে গো।

রচনাকাল – 20/09/2020

আপন খবর