লাবিব মাহফুজ
বিরহ বাসরে মোরে বাঁধিয়া প্রিয়
এমনি করে ভালোবাসিও!
যতনে যাতনা দিয়া হৃদয়ও কোনে
নিরিবিলি ব্যাথা হয়ে, বুকেতে রহিও।
বিষবারিধীর ব্যাথা পিয়া মোরে
প্রেমের অমৃত তুলি এনো মোর তরে,
হয়ে নীলকন্ঠ নীলাচলে
প্রাণের তটিনী সম, নয়নে বহিও!
কৌমুদী কিরণ সম সালতিতে মোর
ছড়াইও বিভূতি তব, হে চিতচোর।
ক্ষণিক অনুভবে, এনে রূপের পসার
হারাইও, হারাহিয়ায়, প্রিয় – বারেবার!
মোর জীর্ণ বাসরে সখা –
না পাওয়া ব্যাথা হয়ে,নিশিথ জাগিও!
রচনাকাল – 22/06/2021