লাবিব মাহফুজ
আজি এ কোন প্রেমের ইন্দ্রবারি
মাতায় হিয়া সিন্ধুপানে –
দ্রাক্ষা-রসে ডুবায় তনু -চ্ছিন্নবীণা
বাজলো হঠাৎ মোর গগণে!
আমার আকাশ জোড়া আঁধিয়ারা
মারলো কে গো রূপের বাণ,
আমার অন্ধ-আঁখি, অলখ রাঁখি
জুড়লো অঙ্গে বেহাগ তান!
আজি সাজাই হিয়া, বাসর-সিয়া
পঞ্চভূতের অবগুন্ঠনে!
আমি হিয়ার রেখে রূপ সরোবর
কোন ঘাটে আর নোঙর করি,
আমি প্রাণে বেঁধে প্রাণ-প্রতিমায়
কোন দেউলে খুঁজে ফিরি?
আজি মোর সাধের স্বরূপ -আচম্বিতে
ঝড়ায় পুষ্পধারা মোর কাননে!
রচনাকাল – 26/12/2022