সংগীত – আমার ডাক শুনে তার

লাবিব মাহফুজ

আমার ডাক শুনে তার ঘুম ভাঙ্গেনা
বৃথাই ডেকে হই আকুল –
প্রাণবন্ধু মোর না আসিল – আমার
অন্ধকারেই কাটলো কাল!

কতশত নাম ধরিয়া ডাকি তারে নিশিদিন
নয়ন জলের ভেজা পথে, না পড়ল চরণ!
তবু যে তার না হয় দয়া, করে শুধু মায়ার ছল!

বনফুলের মালা গেঁথে পথ চেয়ে থাকি
আকাশপানে নয়ন দিয়া, রয় যেমন চাতকী!
তবু নিদয়ারি অপেক্ষাতে, কাটে আমার মহাকাল!

না আসিল প্রাণবন্ধু, আমার ভাঙ্গা ঘরে
নয়ন জলে ভাসবো আমি, অকূলও পাথারে!
রইবো তবু আশায় আশায়, প্রণয় পথে অবিরল!

রচনাকাল ০৭/০৪/২০২৩

আপন খবর