আপন ফাউন্ডেশন

Tag: জিবন

কবিতা – দীর্ঘশ্বাস

উদ্ভট একটা জিবন, বয়ে চলেছি প্রতিনিয়ত! সাইমুম রাতের কাফেলার মতো - গন্তব্যহীন! আশা নাই, নাই প্রভাত আলোর সূদুর স্বপ্ন!

কবিতা – মহাকাল সন্দর্শন

মহাকালের বুকে মোর এ মহাজীবন, কেনো বারে বারে পিছু ফিরে চাওয়া - অতীত! সে তো প্রতিনিয়ত গড়িছে আমারে, আগামীর তরে অতি যতন করিয়া।

কবিতা – স্বার্থক জিবন

আমার দেশের তরে, জীবন দিতে বলি, প্রস্তুত আমি! ‍যদি আসে ডাক! কবিতা - লাবিব মাহফুজ

সংগীত – অন্ধভাবেই কাটলো জিবন

অন্ধভাবেই কাটলো জিবন, চক্ষু মেলে চাইলাম না, দয়াল যে মোর কত কাছে, দেখেও তাঁরে দেখলাম না। - লাবিব মাহফুজ