লাবিব মাহফুজ
উদ্ভট একটা জিবন
বয়ে চলেছি প্রতিনিয়ত!
সাইমুম রাতের কাফেলার মতো –
গন্তব্যহীন! আশা নাই
নাই প্রভাত আলোর সূদুর স্বপ্ন!
রুক্ষ বাতাসে বদলে যাওয়া
মরুতটের মতো –
বদলে যায়- প্রিয়গুলো!
কবিতাগুলোও যায় হারিয়ে!
দিশা নাই, ভাষা নাই
কান্নায় মিশে সংগীত হয়ে ওঠে
অশীতিপর বৃদ্ধের দীর্ঘশ্বাস!
তবু জিবনকে টেনে চলি!
বাঘের মুখের হরিণ-শাবকের মতো!
কারো বুকে মুখ লুকিয়ে কাঁদার
কেউ নাই…
রচনাকাল – 02/11/2022