লাবিব মাহফুজ
মহাকালের বুকে মোর এ মহাজীবন
কেনো বারে বারে পিছু ফিরে চাওয়া –
অতীত! সে তো প্রতিনিয়ত গড়িছে আমারে
আগামীর তরে অতি যতন করিয়া।
আমিতো শুধু চেয়ে থাকি
মহাকালের বুকে, আনমনে, বৃথা সৃষ্টিসুখে
করি আঁকিবুকি।
জানি এ বৃথা উল্লাস, আছে শুধু কালের পিপাসা
জানি এ শুধু হা হুতাশ, শুধু আঁখিনীড়ে ভাসা –
এ মহাকাল তো চির বর্তমান…
আপনাতেই চাহিলে তার মিলিবে সন্ধান।
শুধু চেয়ে থাকা,
কালের প্রতি পরতে পরতে, মহাকাল স্রোতে
নয়ন বাঁধিয়া রাখা।
তুমি শুধু চেয়ে থাকো আপনার পানে
তোমাতেই মহাকাল করে বিরাজন –
সুর সাধিয়া লও আপনার গানে
বর্তমানে, লভিতে শাশ্বত জীবন।
রচনাকাল – 14/09/2018