আপন ফাউন্ডেশন

Tag: বাঁশি

সংগীত – আমার হৃদয় বনে বাঁজে বাঁশি

আমার হৃদয় বনে বাঁজে বাঁশি, আমার নাম ধরিয়া ডাকে, ঐ দেখ মধূর সুরে শ্যামের বাঁশি, বাজে তমাল শাঁখে। সংগীত - লাবিব মাহফুজ।

কবিতা – বাঁশির বেদন

যে বিরহে কাঁদে বাঁশি পাজরভাঙ্গা সুরে, সুর শুনিয়া জ্বলে আগুন বিরহীর অন্তরে। সে বিরহে মজনু কাঁদে লুটায়ে মরু সাহারায়

সংগীত – মনে পড়ে শুধু তারে

হঠাৎ একদিন মাঝ রাতে কোনো, মায়াবী বাঁশিরও সুরে, ভেঙে যায় ঘুম, নিরালা একাকী, মনে পড়ে শুধু তারে। লাবিব মাহফুজ - সংগীত