সংগীত – আমার হৃদয় বনে বাঁজে বাঁশি

লাবিব মাহফুজ

আমার হৃদয় বনে বাঁজে বাঁশি
আমার নাম ধরিয়া ডাকে,
ঐ দেখ মধূর সুরে শ্যামের বাঁশি
বাজে তমাল শাঁখে।

মধূর সুরে মন কাড়িয়া, বাজায় বাঁশি শ্যাম কালিয়া রে
আমি ঘর ছাড়ি সে সুর শুনিয়া, আসি নদীর বাঁকে।

আমার হিয়ায় বাজে সে সুরধ্বনী, শুনি আমি দিন রজনী গো
সে সুরে হলাম উন্মাদিনী, এ প্রাণ আরকে রাখে।

আমি ঘর ছাড়িলাম সে সুর শুনে, প্রাণবন্ধু রয় যে দূর বনে গো
কাঙাল লাবিব রে দাও ঠাঁই চরণে, সকল সুখে দুঃখে।

রচনাকাল – 27/04/2019

আপন খবর