লাবিব মাহফুজ
যে বিরহে কাঁদে বাঁশি পাজরভাঙ্গা সুরে
সুর শুনিয়া জ্বলে আগুন বিরহীর অন্তরে।
সে বিরহে মজনু কাঁদে লুটায়ে মরু সাহারায়
চন্ডিদাস ফরহাদে কাঁদে যেই বিচ্ছেদের যন্ত্রনায়।
সূর্যমুখী সূর্য পানে চন্দ্র পানে চায় চকোরা
কোন বাসনায় চাতকীনি চাহিতেছে বারিধারা।
কোন বিরহের তৃপ্তিসুখে চাহে উর্দ্ধে জলধি
কোন মিলনে পতঙ্গ চায় অগ্নি মাঝে সমাধি।
এ অনন্ত বিরহানন্দ জাগে সকল সুরে সুরে
সকল প্রানে বাজে এ সুর সকল মনে দুর সুদূরে।
কাহারে যেন এসেছি ছাড়ি এ বিজনের দূর বনে
পাইতে কারে আবার প্রাণে জাগে ব্যাথা এ মনে।
যে ছিল মোর অন্তরাত্মায় বাধা ছিল অনঙ্গে
তার বিরহে কাঁদছে এবার একা বসে বিহঙ্গে।
আজ বিরহী চায় মিলন বন্ধন লাইলী আসো ফিরে
নিশার তিমির কাটুক আজি জ্যোৎস্না বারির নীড়ে।
মিলন সুখের তৃপ্ত নিঃশ্বাস ধরায় উঠুক মর্মরী
জগৎ মাঝে প্রদীপ্ত হোক অমর প্রেম সব উৎসারী।
বাঁশির বেদন বাঁশির রবেই তুলুক প্রেমের জাগরন
আসুক মিলন ধরার স্রোতে খুলুক সকল আধার নয়ন।
রচনাকাল – 10/09/2018