সংগীত – মনে পড়ে শুধু তারে

লাবিব মাহফুজ

হঠাৎ একদিন মাঝরাতে কোনো
মায়াবী বাঁশিরও সুরে,
ভেঙে যায় ঘুম, নিরালা একাকী
মনে পড়ে শুধু তারে।

আধো আধো মুখে তার
না বলা কথা গুলো
নির্জনে ভাবি নিরালায়,
সে দিনের পরিচয়ে
আজ আমার অন্তরে
বাজে বাঁশের বাঁশি কোন আশায়!
সেই বাঁশির সুরে পাগল মনে
কি জানি কয় কানে কানে
বলো খুলো বাতায়ন –
দেখবো পূর্ণিমারও চাঁন –
সেই চাঁন্দেরও রূপ উপমায়
মন যে মোর কাঁড়ে।

রচনা কাল – 18/03/2010

আপন খবর