পত্রিকা – তরিকতের বাণী সমূহ – সুফিবাদ

মাসিক সুফি পত্রিকা আপন খবর এ প্রকাশিত বাণী সমূহ একত্রিত করে প্রকাশ করা হচ্ছে আপনখবরবিডি.কম এ

১. সত্য বল, সুপথে চল ওরে আমার মন। (ফকির লালন শাহ)

২. মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি। (ফকির লালন শাহ)

৩. নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইলো না মন তাহারে। ঐ নাম ভূল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে। (ফকির কালু শাহ)

৪. মুহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম প্রমুখ নবীগণকে, ওলী আউলিয়াগণকে কৃষ্ণ-বুদ্ধ-মুনি-ঋষি-সাধুপুরুষ গণকে পৃথক পৃথক চিন্তা করা, তারা পূর্বে ছিল এখন নাই এরূপ মনে করা মূর্তি পূজারই নামান্তর। (ফকির চিশতী নিজামী র.)

৫. আমি আমাকে সম্পূর্ণ রূপে উজাড় করে দিয়েছি হুসাইনের পদতলে। আমি তো তারই গোলাম যে হয়েছে হোসাইনের গোলাম। (হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.)

৬. প্রেমহীন ইবাদতকারী যে স্থানে হাজার রাকাত নামাজ দ্বারা পৌঁছবে, প্রেম মাদকতায় মত্ত ব্যক্তি সে স্থানে এক হুংকারেই পৌছে যাবে। (হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.)

৭. যদি আল্লাহকে দেখতে চাও, তাহলে আমার চেহারার দিকে তাকাও। আমি তাঁর আয়না, সে আমার থেকে পৃথক না। (হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.)

৮. মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চাইতে বড় কোনো মন্দির কাবা নাই। (কাজী নজরুল ইসলাম র.)

৯. আল্লাহর প্রকৃত বন্ধু এক মুহূর্তও তাঁর স্বরণ থেকে বিচ্যূত হয় না। (হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক র.)

১০. বেদ কোরান বাইবেল গীতা, সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তাঁর রে মন, ভজন করো তাঁর। (খাজা কাজী বেনজীর হক চিশতী র.)

১১. মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তিনি যে কোনো ধর্ম-বর্ণ-গোত্রের লোক হতে পারেন। এই মুসলমান হওয়ার জন্য কাউকে ধর্ম ত্যাগ করে নাম পাল্টাতে হয় না। (সদর উদ্দিন আহমদ চিশতী র.)

১২. দেহ-আত্মা অবিচ্ছিন্ন, ইহকাল-পরকাল অবিচ্ছিন্ন, মোহকামাতুন আয়াতের নূরের কোরান আর আহলে বাইয়াত অবিচ্ছিন্ন। (ফকির চিশতী নিজামী র.)

১৩. যদি নিত্যধামে যেতে থাকে বাসনা, তোমার অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। (খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী নিজামী র.)

১৪. যদি তোমার খোদা জ্ঞান তোমার অস্তিত্বকে ভূলাইয়া না দেয়, তবে সে জ্ঞান হতে অজ্ঞানতাই শ্রেয়। (হাকিম সানায়ী র.)

১৫. যদি তাওহীদ সাগরে নিজেকে ফানা করে ডুব দিতে পারো তবেই তুমি চিরজীবনের মতো তোমার মাশুক আল্লাহকে পাবে। (জালালউদ্দিন রুমী র.)

১৬. এশক হলো সমস্ত এবাদতের মূল। যার মুর্শিদ নেই তার মুর্শিদ হলো শয়তান। (হযরত জুনায়েদ বাগদাদী র.)

১৭. দুনিয়া পচা লাশ। এর অনুসন্ধানীগণ কুকুর। (হযরত জয়নাল আবেদীন র.)

১৮. না চিনিয়া আপনারে, রইলি রে মন অন্ধকারে, আপন ঘরে ডুবলে পরে যায় তারে চেনা। (হযরত মেছের শাহ র.)

১৯. যে সর্বভূতে অবস্থিত আমাকে উপেক্ষা করিয়া প্রতিমার ভজনা করে, সে যেন ভস্মে ঘৃতাহুতি দেয়। (শ্রী কৃষ্ণ) ভাগবত গীতা 29-21।

২০. কামনা-বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারাই তাদের স্বভাব অনুযায়ী বিভিন্ন কল্পিত দেব দেবীর অর্চনা করে। (শ্রী কৃষ্ণ) ভাগবত গীতা ৭ম অধ্যায়।

২১. খোদা তোর হাজির নাজির জান মুছাফির সদায় বর্তমান। (খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী র.)

২২. আমি তুমি হলাম, তুমি আমি হলে। আমি দেহ তুমি প্রাণ। এরপর যেনো কেউ আর বলতে না পারে আমি একজন আর তুমি আর একজন। (হযরত খাজা মঈনুদ্দিন চিশতী র.)

২৩. মাওলা আলী স্বরণ ইবাদত তূল্য।

আপন খবর