পত্রিকা – শুভেচ্ছা বাণী – ড. জাকির হোসেন

জনাব লাবিব মাহফুজের সম্পাদনায় ‘আপন খবর’ নামক সুফি ঘরানার একটি মাসিক পত্রিক প্রকাশ হতে যাচ্ছে জেনে আমি খুশি হয়েছি। সেই ছোটবেলা থেকে মরমী শিল্পী আব্দুল আলিমের দরাজ কন্ঠে একটি গান শুনেছিলাম ‘ও যার আপন খবর আপনার হয়না’। গানটির পরের লাইনেই রয়েছে, ‘একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা’।

অপরদিকে বাউল সাধক রশিদ উদ্দিন বলেন –
‘তোরে দেখলেই তারে মিলে’।

লালন সাঁইজির ভাষায়,
‘ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি’।

শুদ্ধচিন্তা এবং মুক্তবুদ্ধি চর্চা সবসময়ই ভালো। যে পত্রিকাটি প্রকাশিত হতে যাচ্ছে, তাতে নিজেকে চেনার ‘উপায় এবংউপকরণ’ হিসেবে বিভিন্ন লেখা প্রকাশিত হবে বলে আমার বিশ্বাস। সকল মানুষকে ভালোবাসার, শ্রদ্ধা করার এবং মানুষের মর্যাদাকে উচ্চকিত করার উদারনৈতিক চেতনা সমৃদ্ধ লেখাগুলো এই মাসিকে প্রকাশিত হবে বলে ধারণা করি।

তবে এই পত্রিকার সম্পাদক ও প্রকাশনার সাথে জড়িত অন্যান্যদের খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে যেন তাঁদের কোনো প্রকাশনা সরকারি আইন কানুুন এবং প্রচলিত সামাজিক মূল্যবোধ ও বিধি বিধানের লঙ্ঘন না করে এবং কোনো ধর্ম অথবা ধর্মের অভ্যন্তরের কোনো বিশ্বাসকে যেন সরাসরি আঘাত না করে।

‘যে নিজকে চিনল সে আমাকেই চিনল। know thyself, আত্মনাং বিদ্ধি, সোহ্হম, বৈষ্ণবসূফি ঘরানার সাধকের অনুসরণে প্রেম ভালোবাসায় সমৃদ্ধ উদার সমাজ গঠনে ‘আপন খবর’ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

আমি এই পত্রিকার প্রকাশ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই।

মোহাম্মদ জাকীর হোসেন

আপন খবর