পত্রিকা – মহাপ্রেমিক হে মোর মাশুক

কাঙাল আব্দুর রহমান

মহাপ্রেমিক, হে মোর মাশুক, রহিম রহমান
দয়াল মুর্শিদ কোরান মাজিদ, বেনজীর চাঁন।

দয়াল খাজা তুমি রাজা, অধম কাঙাল তোমার প্রজা
পূজারী হইয়া গো তোমার, করি গুণগান।

শিখাইলে মানুষ ভজন, মানুষ তত্ত্বে রয় ভগবান
দেখা দিও নিদান কালে, হে সুমহান।

চাইহে করুণা তোমার, শুদ্ধ করো অন্তর আমার
নিও সদা তোমার করে, কাঙালের মনপ্রাণ।

আপন খবর