পত্রিকা – জানিলে আপন জানা যাবে সোবাহান

মোতালেব হোসেন চিশতী

জানিলে আপন, জানা যাবে সোবাহান
যে জানে সে আরেফ হয়,
আলীকে দ্বীনের নবী, জানাইলেন সবি
তাইলে আলী জুলফিকার হয়।

চৌদ্দ ভূবনে যাহা, সাঁই নিরাঞ্জন তাহা
মানব দেহে সব করেছে পূরণ,
আকাশ জমিনের খেলা, জানে আরেফ বিল্লাহ
না জানলে মানুষ কেনো মুমিন হয়?

রুহ নফস যত জন, খুঁজিলে মানব তন
আরো আছে নিরাঞ্জন, এই দেহে,
মুকাম মঞ্জিল করলে তয়, সব কিছুই জানা যায়
আদম ও হাওয়া গন্দম পরিচয়।

আপন খবর